এ সময়ের জনপ্রিয় মার্কিন ঔপন্যাসিক স্টিফেন কিংয়ের বাড়িটি সংগ্রহশালায় পরিণত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ব্যাগনোর স্টেটে অবস্থিত বাড়িটি এখন থেকে দর্শনীর বিনিময়ে ভক্তরা পরিদর্শন করতে পারবেন এবং লেখকেরা চাইলে এখানে ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন। ব্যাগনোর স্টেটের সিটি কাউন্সিলর বেন স্প্রাগো বলেছেন, ‘স্টিফেন কিংয়ের যাবতীয় লেখালেখি ও সৃষ্টিকর্ম এই বাড়িতে সংরক্ষিত থাকবে। আদতে এটি হবে স্টিফেন কিং সংগ্রহশালা। কিংয়ের পরিবার এই শহরকে অনেক কিছু দিয়েছেন। তাঁর স্মৃতি সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।’
সূত্র: ইনডিপেনডেন্ট