অপমৃত্যু: জাহিদুল হাসান জাহিদ

দুটি বুলবুলি পাখির কী অক্লান্ত পরিশ্রম!

শহুরে ফ্লাটের একটি বারান্দায় তাদের খড়কুটোর নীড়ে দুজন নতুন অতিথির আগমন ঘটে।

মহামারির কারণে পুরো শহর লকডাউন। ত্বোহা ছাড়া ফ্লাটের সবাই বাড়ি চলে যায়। একদিন সকালে সে লক্ষ করল, মা পাখিটি বাচ্চাদের খাওয়াচ্ছে। ত্বোহা কিছু মুড়ি বারান্দায় ছিটিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দেয়।

দুপুরে পুলিশের গাড়ির শব্দে তার ঘুম ভাঙে। বারান্দায় যেতেই সে দেখল, অনেকগুলো চড়ুই টুকটুক করে মুড়ি খাচ্ছে এবং মেঝেতে পড়ে আছে দুটি মৃত বুলবুলির ছানা! মা পাখিটা ছটফট করছে আর চড়ুইদের তাড়াচ্ছে। বাক্রুদ্ধ ত্বোহার হৃৎপিণ্ডের গতি ক্রমশ বাড়তে থাকে।

ইতিমধ্যে খবর আসে করোনায় মৃত এক ব্যক্তিকে দাফন করতে এসেছে পুলিশ সদস্যরা।

[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাশগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।
কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: info@onnoalo.com
alimazij@gmail.com]