সান ফ্রান্সিসকোর আরিয়ান প্রেস
সান ফ্রান্সিসকোর আরিয়ান প্রেস

হাতে বই ছাপার ঐতিহ্য ধরে রেখেছে আরিয়ান প্রেস

সান ফ্রান্সিসকোর প্রেসিডিওতে এমন একটি জায়গা আছে, যেখানে শতাব্দীপ্রাচীন যন্ত্রপাতির খটখট শব্দ শোনা যায়।

আরিয়ান প্রেস সান ফ্রান্সিসকোর সর্বশেষ মুদ্রণ সংস্থা, যেখানে একটি বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ হাতে তৈরি করা হয়।

আরিয়ান প্রেসের ক্রিয়েটিভ ডিরেক্টর ও লিড প্রিন্টার ব্লেক রিলে ও তাঁর দল প্রতিবছর মাত্র তিনটি বই প্রকাশ করতে পারে। প্রতিটি বইয়ের প্রায় ৩০০ কপি প্রকাশিত হয়। নিখুঁতভাবে ডিজাইন করা বইগুলো সম্পূর্ণ হতে কয়েক মাস সময় লাগে। তাদের একেকটি বই ১০ হাজার ডলার পর্যন্ত দামে বিক্রি হয়।

 সূত্র: সিবিএস নিউজ

গ্রন্থনা: রবিউল কমল