৯ অক্টোবর ছিল চিত্রশিল্পী এস এম সুলতানের ২৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ‘ক্যানভাস অব বাংলাদেশ’ নামে একটি সংগঠন দশ শিল্পীকে দিয়েছেন সুলতান সম্মাননা। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের ভিআইপি সেমিনার কক্ষে এ সম্মাননা দেওয়া হয়। চিত্রকলায় মাহফুজা বিউটি ও ডা. এম এ বারী, ভাস্কর্যশিল্পে শ্যামল চৌধুরী ও মাসুদুল হক, ছাপচিত্রে হীরা সোবাহান, মৃৎশিল্পে মাসুদুর রহমান, কারুশিল্পে ইন্দ্রজিৎ ঘোষ, ফ্যাশন ডিজাইনিংয়ে নাজমুল কাদির কায়কোবাদ ও ফাতেমা আক্তার এবং রন্ধনশিল্পে লাইজু এই সম্মাননা পেয়েছেন।
এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক মোস্তাফিজুর হক। বক্তব্য দেন শিল্পী আবদুল মান্নান, গীতিকার শামিম রুমি, ক্যানভাস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ প্রমুখ।
গ্রন্থনা: মারুফ ইসলাম