হেমন্ত ও ছাতিম ফুলের প্রবহমান সন্ধ্যায় কবিতার পৃষ্ঠা
গন্ধ ও অন্তহীন কুয়াশায় কোথায় যেন ভেসে
যেতে চায়। পুরোনো হারানো কোথায় কোথায়
কী খুঁজে পেতে চাই? কত গল্প জড়ো হয় পাশাপাশি।
এত কথার মধ্যে শুকিয়ে যাওয়া নদীর কথা
কে বলবে? অথবা কাঠামো ভেঙে পড়া
নৌকাগুলোর কথা? সঙ্গে থেকেও অনুতাপে পুড়ি।
আমার কী বলার ছিল? তা তো জানি না...
আবছায়া, তুমি হেমন্তের সঙ্গী, সেই সব মেলামেশা
সুদূর, যেন অতীতচারী পাখি।
হেমন্ত জানে, ঘরবার স্তব্ধতার অবসর, গহন আঁকিবুঁকি।