মাই মেন সিং

আকাশ–পাতাল সব মহলই জানল বলে

ডাল ধরেছি স্রোতের মতন ফণা তুলে।

তোমায় চাওয়ার এই আবহাওয়ার নানান মানে

নিয়ে আমি বসেছি আজ পূর্বাভাসে।

কয়টা তারা ভয়টা নিয়ে যদি টানে

একটা তুমি দুইটা হয়ে ডানে-বামে

হাঁটতে থাকো, বসেও আছো

উড়ছ আবার—

তুমি হলে সকল কারণ তোমায় পাবার

এবং তোমার তিলটা এমন আনল ডেকে

টানল সাথে, জানল কিছু সূর্যালোকে?

বলল বসো, বসে থাকার এই তো টুলে—

কিন্তু আমি দেখছি ঘুরে শাখায়-মূলে।

জানলা থেকে তোমার দেখে টেনেছি চেন

মমিংসিংয়ের নিকট এসে থেমেছে ট্রেন।