গন্তব্যহীন

এইখানে উঠতির দিকে গেছে

গ্রামের পথ। এইখানেই ঝুরি ভেঙেছে দুধসাদা

সাপ—ঝরে গেছে বহুল প্রচারিত ঘেসুড়ের

কাণ্ডকীর্তি। সমাধিলগ্ন ঘাস কাটতে 

গিয়ে

যে উপড়ে নিয়েছিল

সরোদবাদকের বৃদ্ধাঙ্গুলি, তুমি হলে তবেই না

গানহীন।

আইভি লতা ঢেকেছে চোখ; পোয়াবারো-বারে

মর্ত্যে থেকে যাই

কেননা স্বর্গে দুষ্প্রাপ্য রাশভারী শোক, নরকে নাই হাসি।

কৌম সমাজে থাকি—ভুট্টাখেতে

গতর খাটি,

বিশ্বাস করি আগুনেই শুদ্ধি—লিথি নদী বয় কুলকুল;

একডুবে ভুলে যাই অতীত, তিরস্কার,

হুদিশে-কুদসি।

রাধাময়ীর গর্ভে জন্মাই কৃষ্ণ হয়ে বারংবার। যাই না কোথাও।

গন্তব্যহীন—

আমি ভালোবাসি এই সবুজ পথ।