<p>নেপচুনের জলাভূমিতেও ফিরে আসবে জলজেরা।</p><p>এবং যেসব ছায়া ধীরে নেচে চলেছে পর্দায়</p><p>তাদের অনেকে ফিরে আসবে রক্তমাংসের অবয়বে।</p>.<p>কতগুলি অবশ্য স্ক্রিনেই থেকে যাবে নৃত্যরত,</p><p>ফিরতে পারবে না।</p><p>সহসা সরব হয়ে উঠবে দু-একটি স্পষ্টবাক দাঁড়কাক।</p>
<p>নেপচুনের জলাভূমিতেও ফিরে আসবে জলজেরা।</p><p>এবং যেসব ছায়া ধীরে নেচে চলেছে পর্দায়</p><p>তাদের অনেকে ফিরে আসবে রক্তমাংসের অবয়বে।</p>.<p>কতগুলি অবশ্য স্ক্রিনেই থেকে যাবে নৃত্যরত,</p><p>ফিরতে পারবে না।</p><p>সহসা সরব হয়ে উঠবে দু-একটি স্পষ্টবাক দাঁড়কাক।</p>