বাতাসের সাথে বাহাস করেছ কত
এখন এখানে সুনসান নীরবতা—
বাতাসও জানে তুমি আজ পরিণত,
পেরিয়ে এসেছ না বলা সকল ব্যথা
কোথায় আকাশ, কোথায় যে মালভূমি
শূন্যের দিকে হেঁটে যাবে কত দূর?
তীর্থযাত্রা শেষ হয়ে এলে তুমি—
আঁধারেই পাবে, জ্বলজ্বলে মৃত নূর...
ক্ষত-বিক্ষত রণাঙ্গনের মতো—
একাকিত্বের চারপাশে তুমি থাকো,
তুমি আছ তাই, তুমিহীন অন্তত
দূরত্ব আছে, তাই আছে এত সাঁকো
এক–মনে শোনো, অস্ফুট কত মেঘ
রপ্ত করছে আর্তনাদের ভাষা—
শিকারির মতো পিছু নিলে উদ্বেগ
অস্ফুট হও, অস্ফুট ভালোবাসা...
গোপনেই থাকো, যেন তুমি মোহমায়া
জীবন তোমাকে, কতটুকু পারে দিতে?
মৃত গাছেদের দিয়ে যাও তুমি ছায়া—
মহাজাগতিক নিয়মের বিপরীতে...