অ-চিত্রনাট্য

দুঃসহ প্রেমের নন্দন থেকে মুক্ত হয়ে এসো

স্টেরি নাইট ডাক পাঠালেও বসে আছি; 

হেমন্ত ও হলুদ দুপুর দাঁড়াতে বলেছিল। 

অলি আহা অলি, মেঘলা মেলানকলি

পুড়ে যাওয়া প্রান্তরে ভেজা সূর্যের ভাবনা,

আমাকে আটকাতে পারি

আমারই সাফোকেশনে।

কার্বোহাইড্রেট কতটা ক্ষতি ও দরকারি;

জানা-অজানা সে-ই কথাদের ভিড়ে

লালসা ফুটছে অফুলের মওসুমে

থোকায় থোকায় গিটার বাজে

স্বপ্ন দেখার ঘাম জমে

সমুদ্র এখনো এত ঢেউ তোলে।