জুলাই-জার্নাল

চাঁদ ডুবে যায় দালানকোঠার পিছে,

ছায়ারা তোমার-আমার চোখের নিচে।

সময় নিজেই বিস্মৃতিপরায়ণ—

কত আর জ্বলে মানুষের পোড়া মন?

পুড়ে পুড়ে যারা অঙ্গার আর ছাই,

জীবন্মৃতের কোনোখানে নাই ঠাঁই।

আমার দাওয়ায় বিনিদ্র হাহাকার,

মাঝে মাঝে শুধু আলো আসে রাস্তার।

আলো আসে, আসে খবর-সংখ্যা-শব—

থামে না আমার জীবনের উৎসব।