ফুলেরা ফুলদানি না পেলে বাড়িয়ে দেয় শোকের আয়ু
ফুটে থাকা পাপড়ি সামান্য ঝড়েই পতন অভিমুখী হয়
দেয়ালে টাঙায়ে রাখি নিষিদ্ধ আকাশ, প্রণয়ের কারুকলা
তুমি শুদ্ধের নাদান, ঘরে নিতে পারো না ফুলের প্রতিদান
মাতাল আকাশে দুটি পাখি পালক মেলে নিরাকারে ছোটে
প্রেমিক পরাশ্রয়ী হলে পেন্ডুলাম ঝুলে থাকে বেদনাবাতাসে
বিষাদে ঝড় ওঠে, আচানক নদী বয়ে চলে
প্রপঞ্চ সত্য হলে পাপড়িগুলো অথই সমুদ্রে
অজস্র প্রেম চেয়ে আছে সম্মুখে কুহক আকাশে
আত্মবিশ্বাসী হলে কিছু প্রেম বাড়ে খেলাচ্ছলে