আম্মাজান

কেন ফিরব? কোথায় ফিরব?

কার কাছে? কে আছে?

যে আপন করে ভাববে আমাকে

নতুন দিনের পাঠশালায় পড়াবে অ আ ক খ

তাগাদা দেবে বাড়ি ফেরার

ফিরে এসো কোমল সন্ধ্যায়

ঘরে ফেরা পাখির মতো

গিটারে আঙুল রেখে শব্দ তুলবে কিচিরমিচির

মন্ত্রমুগ্ধের মতো শুনব মোলায়েম সুর

নতুন শতাব্দীর মতো ভেঙে দেবে পুরোনো সব বঞ্চনা

কোমল হাতের স্পর্শে দূর করবে ব্যথা ও বেদনা।

নেই সেই মানুষ

নেই সেই প্রিয়জন!

না ফেরা এক ঘরে

কেন চলে যায়?

কেন ফিরব? কোথায় ফিরব?

কার কাছে? কে আছে?