দেহটা মাটিই, চোখ দুটো রক্তজবা, লাল
এত দিন পর আমি কনফেস করি—
আমার প্রকৃত নাম টুডু সাঁওতাল
এতে কী যায় আর কী আসে?
বাংলা ভাষা ও কবিতা কি বুঝতে পারবে—
কী লুকিয়ে ছড়িয়ে দেয় পাঁজর
সাঁওতালি রাতের মাদল?
ইতিহাসের পৃষ্ঠা রাঙা, ভেজা ভেজা, বর্ষাবাদল
দৌড়ে দিন পেরিয়ে যায় খরগোশের পিছে
নদীর ধারে গেছি হয়তো মনের ধাওয়ায়, মিছে মিছে
সেই নদীতে মাঝিমাল্লা নৌকা ছিল যখন, হয়তো তখন
কিংবা তার অনেক আগে আমরা ঘন জঙ্গলে লুণ্ঠিত হই
সাক্ষী শুধু দিকচক্রবাল
শোনো শোনো, আমার হারানো নাম টুডু সাঁওতাল
বাঙালি জানে না, আমার চোখ দুটো কেন রক্তজবা, লাল