অন্ধকারে
গভীরে
আলো
আরও
আলো
প্রথম নৈঃশব্দ্য
অন্ধকারের ডাক
কী জমাতে পারো রক্তে বীর্যে—
সমুদ্রের অতল থেকে তিমির সাঁতারের শব্দ
মহাকাশের থেকে বজ্রবিদ্যুৎ–চমক, গ্রহ–তারাদল—
পরম-ভঙ্গুর এই দেহে কী সাজাও
মৃত্যুচিহ্নিত শয্যায় কী কথা পাঁচ রিপুর—
কোন দণ্ডে বিধানে জীবন শুয়ে আছে
বুঝি নাই আমি বুঝি নাই
আমার পাঁজর ছুঁয়ে উড়ছে আশ্চর্য পাখিদল
মেঘের ভেতরে আরও মেঘে
নীলের আরও গভীরে নৃত্য-নর্তকীর দল
আকাশে ছড়ানো আরও আকাশে
মাটিতে শস্যবীজে—সমুদ্রে জাহাজে
মাটিতে শস্যবীজে—সমুদ্রের নৌযানে কী প্রকাশে
সময় ছড়িয়ে দাও পরম-পরম ইচ্ছায়
স্থির কে থাকে—কোন বিধানে
ছড়িয়ে যাচ্ছে ঢেউ—গভীরে স্রোতে আরও স্রোতে