আজকাল খুব সাধারণ সব দৃশ্যে
স্বাভাবিক সহজ কথায়
আমার কান্না পেয়ে যায়।
ধরো, গ্রামের পথে ঝোপের ওপর
সাদা মাকড়সার জাল, তার ওপর
শিশিরের স্ফটিক, পাশে একটা ভাঁটফুল।
কখনো এমনও হয়,
কোনো বুড়ো রিকশাওয়ালা
অনেক রাতে মোরাম বিছানো পথে
আমাকে দেখে রিকশা থামিয়ে
বলে, আরে তুই! তারপর চাঁদের আলোয়
মুহূর্তের আত্মীয়তা পড়ে থাকে
ভাঁটফুলের পাশে মাকড়সার জালের
ওপর শিশিরের মতো, কান্নার মতো