খোয়াব ব্যতীত তুমি নাই
ফলত সন্দেহ হয়, জাপটে ধরা মানবহৃদয়
ভয় নিয়ে তবু ভাবে ভববন্ধনের সব কথা
হেমন্তের বিকিরিত আলো
ঘুমের ভেতর ভালো লাগে
সবজির দাম কমা শীত দেখি,
কিঞ্চিৎ খোয়াবে
দেখি, ধবধবা সাদা মুলা তিতপুঁটিসহ রেঁধে
লাঞ্চবক্স নিয়ে যাও ভালো আর মন্দে
শরীরের ছন্দ ভালো নেই
তাল–লয় জেনে–বুঝে শ্বাস নিতে কষ্ট!
প্রেশারের ওঠানামা টের পেলে
প্রতিরোধে দিই তাকে লাঞ্চ বক্স, তাকে দিতে থাকি
ভবদুনিয়ার টেলিপ্যাথি।