বাক্য নয়
যেন রক্ত ঝরছে পবিত্র রাতে!
শব্দ নয়
যেন লাল হয়ে উঠছে নিখাদ বর্ণমালা!
ধ্বনি নয়
যেন মৃত্যুর গোঙানি শোনা যাচ্ছে বিমর্ষ মায়ের!
ক্ষোভ নয়
যেন ঝরছে বাবার হিমোগ্লোবিনহীন সাদা অশ্রু!
কেউ কি শুনেছে ব্রিটিশসিংহ পালিয়েছিল ভোরে?
কেউ কি দেখেছে পাকসেনাদের বন্দুকে কত রক্ত ছিল?
কেউ হয়তো জানবে না স্বাধীনতা কীভাবে বেহাত হবে?
সেদিন এক অন্যায় ঢেকেছে আরেক অন্যায়
এক মিথ্যায় মিলিয়েছে হাজার মিথ্যার বুলি
আববার, কেউ জানল না তোমার রক্ত লালে লাল
কতটুকু হলো ফেনী নদী থেকে ভারত মহাসাগর
দেশকে ভালো বাসতে বাসতে রাঙিয়ে দিয়েছ তুমি
শব্দরঙে শুধু রক্তাক্ত পলাশীর প্রান্তর!