আমার ত্বক পরে আছ তুমি, বিকেল যখন বিস্মৃতি:
তোমার দেহের মতো ধারালো দালানভরা শহরে,
আমরা ছুটতে থাকি লাশবাহী গাড়ির কুচকাওয়াজ ঘোরে:
সময় সার্ভার উপচে পড়ে হ্যাশট্যাগমাখা মৃত্যুলিপি
চেনা গাঙচিলের নাম ডাকতেই শকুন নেমে আসে ছাদে:
‘সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন...’ প্রবাল কর্ডে ডিসটর্শন টোন কাঁদে,
আর শোনায় রূপকথা—পৌরাণিক অরণ্যের কুহক ফাঁদে—
খুনি সিংহের মসনদে দাঁতালো শূকর গলা সাধে:
হায়েনাপালের ভোজসভায় লোম-কস্টিউম ব্যবচ্ছেদে—
রক্তবৃক্ষের মৃত্যুতৃষ্ণা জাগে ভয়ানক নিনাদে
মুখে মূকমূর্তি, তবু এখনো জ্যান্ত ঠিকই জীবন—
আমাদের, তাই পাহাড়ে শান্তির পুস্তকীয় কীর্তন গাই:
আমি জেনে রেখো এ তল্লাটে কল্পনা চাকমার ভাই,
তোমাকেও চিনেছি—রাজদরবারে জলপাইরঙা বোন