<p>তুমি আমার চেয়ে আধুনিক </p><p>কারণ, তুমি কবিতা লেখো না।</p><p>তোমার চেয়ে সে আরও আধুনিক </p><p>কারণ, সে কবিতা বোঝে না।</p><p>তোমাদের চেয়ে তারা আরও আধুনিক </p><p>কারণ, তারা কবিতাই পড়ে না।</p><p>তাদের চেয়ে তাহারা আরও, চরম আধুনিক </p><p>যাহারা—চোখ ওলটান, কবিতা!</p><p>এখনো কেউ লেখে!</p>
<p>তুমি আমার চেয়ে আধুনিক </p><p>কারণ, তুমি কবিতা লেখো না।</p><p>তোমার চেয়ে সে আরও আধুনিক </p><p>কারণ, সে কবিতা বোঝে না।</p><p>তোমাদের চেয়ে তারা আরও আধুনিক </p><p>কারণ, তারা কবিতাই পড়ে না।</p><p>তাদের চেয়ে তাহারা আরও, চরম আধুনিক </p><p>যাহারা—চোখ ওলটান, কবিতা!</p><p>এখনো কেউ লেখে!</p>