ওদের কখনো মৃত্যু নেই
ওরা দেহান্তরিত
মানুষের মাঝে, তোমাদের লোকালয় থেকে
একটু দূরে সরে আছে, এক অলৌকিক আনন্দে।
ওদের মৃত্যু নেই
অন্ধকারে কেবল শান্তির প্রত্যাশায়
আত্মগোপন করে
যুগে যুগে ওরা ফিরে আসে
বিলুপ্ত চেতনায় সংহত বেদনা যত
মৌন মূক নর-নারীর মাঝে জন্ম নেয়
নিজের অস্তিত্বের মাঝে জন্ম নেয়
ওদের কখনো মৃত্যু নেই।
২১/১১/৭৫
প্রথম আলো, ২১ মার্চ ২০০৩