এমনভাবে তাকিয়ে ছিলে—যেন তুমি নেই এখানে
তোমার মুখও দূরবর্তী মেঘের নানান ভঙ্গি জানে।
এমনভাবে লুকিয়ে ছিলে তোমায় খুঁজে পাচ্ছিল না—
না ছুঁয়ে ফের তোমার চিবুক, রৌদ্র সরে যাচ্ছিল না।
এমন নিখুঁত বিকাল—যেন এমন বিকাল আর হবে না
নদীর পাড়ে থাকবে বসে, নদীটি আর পার হবে না।
এমন মনে হচ্ছিল যে—কাছে তোমায় কাছে আর পাব না,
হাসলে তুমি এমনভাবে কুসুম—বনে আর যাব না।