আইক্লাউড, মিনতি গ্রহণ করো

দাঁড়াও মেঘবর, একবার দাঁড়াও।

প্রহর অস্থির।

এ কাল শোনে না সামগান।

তোমার সাদাকালো পৃষ্ঠায় রেখেছি কবিতা।

পড়ো

         শস্যধ্বনি, প্রেম, মানুষের ভাঙনপ্রথা,

         নদী ও বালির শব্দবিবাহ,

         আর অযথা বিধান।

গুলবাগে রজনীগন্ধা মৃত, করি বাস।

গলিপথ সকল ঘড়িতে ঘুমহীন:

         ঝগড়া জীবিত। আছে প্রাণ। কাঁদে ক্ষুধা।

         নৈঃশব্দ্য বলে কিছু নেই। আবর্জনা চিরসঙ্গী।

আমাকে জটিলতা সহজে পোষে।

কথা ছিল, দেখা হবে হাতিরঝিলে।

রূপনগরে প্রিয়তমা আরশিতে সমাচার।

তাকে বেঁধেছিল অরূপ শেকল।

বাড়ে বিল উষ্ণ মোবাইলে।

ঝরে পড়ো তার জানলায়,

করো তৃষ্ণাহীন যা কিছু আছে অদ্ভুত।

জলবায়ু আগুনসখা আমাদের দোষে।

তুমি নও শুধু পূর্ব ও উত্তরমেঘ।

এ নগরে উজ্জয়িনী নেই,

নেই দেবগিরি।

যুবতী পড়েনি মেঘদূত।