সন্ধ্যার দুর্গা

সমুদ্র যখন তোমার বুকে দুটো ঢেউ

রেখে গেছে

আমার কী সাধ্য সন্ধ্যাবেলায়

তোমাকে ধরে রাখি

একটু পরেই চাঁদ উঠে আসবে

জ্যোৎস্না জোয়ারে তুমি

সমুদ্রবিদ্যার ব​ই নিয়ে চলে যাবে বাড়ি

আমি দেখতে পাই

২৯ নম্বর পাতায় ঝড় উঠেছে

কেউ একজন সমুদ্রে ডুবে যাচ্ছে

পৃথিবী পাগল হলে বুঝি তাই

কেউ কেউ যায় সন্ধ্যাভ্রমণে