কান্নাময়

উদ্ভিদহীন বনের মধ্যে একলা আমি

রাজত্ব কার ভাবছি যখন ত্বরিত শোকে

সিক্ত ডানার মেঘগুলো নয় নিম্নগামী

অনাহূত এক বৃক্ষ তখন পড়ল চোখে

বারবার তার, মাথা তুলবার প্রয়াস যত

ভেস্তে দিচ্ছে প্রবল খরার চোখরাঙানি—

জনপদ থেকে ফিরে আসা কোনো পাখির মতো

এই যে বাঁচার চেষ্টাটুকুই               হয়তো গ্লানি...

হয়তো সে বন, অগ্নিদগ্ধ।             মরুর মতো

বেদুইন কত মরেছে এখানে         জলের খোঁজে

তবু যারা আছে, বেঁচে আছে যারা,     প্রসঙ্গত

বেঁচে থাকা মানে, তারাও মূলত       মৃত্যু বোঝে

শিকারের খোঁজে ওত পেতে থাকে     অন্ননালি

সকলে শিকারি, সবই তো শিকার     এমনই হয়

ভয়ে ভয়ে চাঁদ, সর্ব অঙ্গে,              মাখছে কালি—

বন শুধু জানে, এই বনটুকু,           কান্নাময়...