আজ এই সকালে

উৎসর্গ: তরিক রহমান

পাখির ডাকের সঙ্গে আজিমপুর কলোনিতে

সূর্যোদয় হচ্ছে; নরম আলোয় উদ্ভাসিত

এই সকাল বড় অমায়িক লাগে—

ছোট এই লেকটির সামনে

দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় নিস্তরঙ্গ

পানির প্রাণের দিকে তাকিয়ে রয়েছি;

ভেসে উঠল ছোট এক কচ্ছপের ছানা;

হয়তোবা এমন নরম ভোরে তারও

পাখিদের ডাক শুনতে

বড় ভালো লাগে;

সে যেন আমার চোখে তার

দুই চোখ স্থির রেখে তাকিয়ে রয়েছে;

এই যে নিষ্পাপ শিশু কচ্ছপের

নিশ্চয়ই কোমল এক মন আছে তার—

কী ভাবছে সে আমাকে নিয়ে?

আমি ভাবছি, ও হে কচ্ছপের ছানা,

অপূর্ব এ জগতে তুমি 

হয়তো আমার চেয়ে বেশি দিন

বেঁচে রবে, ছোট এই লেকে;

যদি কোনো মানুষের হাত

তোমাকে না হত্যা করে তবে—

এইভাবে ভেসে উঠে

এইভাবে অপলক তাকিয়ে

আমারই মতন কোনো মানুষের

চোখে চোখ রেখে—

আমাকেই খুঁজবে নাকি বাবু?

সেদিন কোথায় আমি থাকব

সেখানে কি এ রকম পাখির ডাকের মতো

চঞ্চল হৃদয় মেলে আমি কোনো

শিশু কচ্ছপের চোখে চোখ রেখে

জীবনের আসা আর যাওয়া নিয়ে

এভাবে তেমন কিছু ভাবব?

এ প্রশ্ন ভোরের মতো জাগছে!