শ্রমিকের খোঁজ নিতে ইচ্ছা করে না।
শ্রমিক আসলে অনেক অনেক
দূরবর্তী এক ব্যাপার;
শ্রমিক কখন যায় কখন আসে
কখন কাঁদে কখন হাসে
তাতে আমার কী বা যায় আসে?
শ্রমিকের সাথে আমার দেখা হয় না,
শহর থেকে অনেক দূরে;
দূরে সেই সব কারখানা
এসিরুমে থাকি বসে,
এসি গাড়িতেই আনাগোনা
তাই শ্রমিকের সাথে আমার দেখা হয় না।
তবে যখন ফুল ফোটে, বসন্ত আসে—
বিরক্ত লাগে শ্রমিকের ঘামের গন্ধমাখা বাতাসে
ঘামহীন শ্রমিক কেন যে
এখনো আবিষ্কার হচ্ছে না!
আর এমন শ্রমিক চাই যে,
গুলি করব তবে রক্ত ঝরবে না
বেতন দেব না মাস শেষে
কিন্তু বিক্ষোভ করবে না এসে
আমাদের শ্রমিক দরকার এমনই—
যাদের থাকবে না ক্ষুৎপিপাসা
বছরে দুই বোনাসের আশা
অথবা বাড়ি যাওয়ার সময়
মার জন্য শাড়ি কেনার চাহিদা