এইবার খুব ইচ্ছে
চুরি করে ফেলি তোমার মুখের কথা।
যেন আমি বলছি, তুমি আমার প্রার্থনায় আছ বহু যুগ!
শীতল গুহার গভীর পঙক্তিমালা
ঝরনা নাম হয়ে যায়।
তুমি নামের কারিগর,
সহস্র শব্দ ইনতেজার করে কোথায়?
এখানে এখানে...
যেখানে খুব ইচ্ছেরা ছাইকাঠে বলি হয়ে যায় রোজ!
তুমি তো কই রাখছ না তার খোঁজ!