বিষাদ বৈশাখ : সুমী সাঈদা
প্রিয়ন, ভুলে থেকে ভালো থাকা যায়, সে কি জানো তুমি?
গত বৈশাখ, তার আগের—আরও আগের সেই যে কেটে যাওয়া চৈতালী, বৈসাবি উৎসব পথ হারিয়েছে যে সময়, তা তো আর নতুন পাতায় তিরতিরে কাঁপন জাগায় না।
প্রিয়ন, সব প্রশ্ন আজ জ্যোৎস্নাধবল রাতে অবাক বিস্ময়ে দুচোখ জুড়ে থাকে না, উত্তর শোনার নাজুক স্পন্দন বুকের ভেতর ওম গড়ে তোলে না।
অনুভব বুঝি আর বহ্নি জ্বালে না চরম অভিমানের তিরতিরে দহনে।
প্রিয়ন, বৈশাখ এলই যদি, সেদিনটি কেন এল না,
এলে না আরও কেটে যাওয়া অব্যক্ত কান্নার বারোমাসি দহনের পরিক্রমায়।