কাশবীজ ছাড়ে রোবটের মুঠি

শরতের কাশফুল খুঁজি বনেবাদাড়ে

নদীতীরে নাই, নাই ফুল—হায়

রবীন্দ্র ঠাকুরের গানেই শুধু, আহা রে!

অপু-দুর্গার কাশবন চিরে রেল যায়।

চাঁদ থেকে দূরে, অনেক দূরে লাল গ্রহ

খানাখন্দে ঘোরে একা ভূতগাড়ি

আসলে মানুষেই চালায়, বিগ্রহ

ভাঙে, তারপরে রোবট বানায়।

ওই দেখো মঙ্গলমামা, কোটি মাইল দূরে

তাপ নেই, তবু টগবগে লাল

বুঝতে পারো? ওইখানে ঘর হবে

জানি না পাখিরা উড়বে কি না ঘুরে ঘুরে।

দেখো কাশফুল কত ডাইনে ও বাঁয়ে

ফুটেছে পরশু লেকের কিনারে,

টলটলে জল ছিল, মামা জানে

কল্লোল শোনো না? বান ছুটেছে তারার গায়ে।

কাশবীজ ছাড়ে রোবটের মুঠি

মঙ্গলে জঙ্গল হবে, বয়ে যাবে ধানসিঁড়ি।