মিথোলজির শরীর নাকি ম্রো ফুলের হৃদয়?
হাওয়া থেকে ঝরে যায় কোথাও কিছু অন্ধকারের ঠোঁট
এখানে দুর্ভিক্ষের বয়স গড়ালে, মহাকালের বুক থেকে
অজস্র অস্তিত্বের পালক খসে পড়ে
শামুকের কুলাচার খুঁটে খুঁটে খেয়ে নেয় যেন সমস্ত মায়াবী চোখ
তবুও এই সংকটে
পাশ কেটে চলেছে অজানা এক শববাহক
অথচ নেপোলিয়নের রোদপাহাড়ি রমণীর নিশ্বাস মুড়িয়ে নিতেই
ঝরনা বেয়ে নেমে যায় বিনির্মাণের পথ।