আমাকে নজরে রাখে বিষণ্ন মায়ের মুখে
সন্ধ্যার দরুদ
কাকতাড়ুয়ার চোখ, নিভন্ত ক্রোধের বুকে
শান্তির বারুদ।
ঘুমন্ত নদীর বাঁকে একতারা হাতে অন্ধ
বাউলের সুর
পরির বাতাস লাগা চুলখোলা বারবেলা
ঘোরের দুপুর।
আমাকে নজরে রাখে মায়ার গ্রীবার দেশে
অতি ক্ষুদ্র তিল
ছন্দপতনের পর অন্ধকারে ঝরে পড়া
সমস্ত অমিল।
নির্জনতা সঙ্গী করে কাঁটাবনে ফুটে থাকা
স্বর্ণলতা ফুল
জীবনের পাশ ঘেঁষে চলে যাওয়া পৃথিবীর
শত শত ভুল।
দৃষ্টির সীমায় রাখে ধুলোর কবরে ঢাকা
বাকি ইতিহাস।
স্মৃতির পালক ফেলে মাটি ছেড়ে উড়ে যাওয়া
শত বালিহাঁস।