আততায়ীর আক্রমণে আহত হওয়ার পর সেই ভীতি থেকে এখনো পুরোপুরি মুক্ত হতে পারেননি বিশ্বখ্যাত ঔপন্যাসিক সালমান রুশদি। সেটা নিয়ে প্রায় রাতেই দুঃস্বপ্ন দেখছেন বলে তিনি জানিয়েছেন বিবিসিকে। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। পাশাপাশি এ-ও বলেন, এ ব্যাপারে বর্তমানে তিনি একজন থেরাপিস্টের সাহায্যও গ্রহণ করেছেন।
গত বছরের আগস্টে নিউইয়র্কে একটি স্টেজ ইভেন্ট চলাকালে এক দুর্বৃত্তের করা পরপর ১০ ছুরিকাঘাতে এই লেখক তাঁর এক চোখের দৃষ্টি হারিয়েছেন। নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ায় হারিয়েছেন এক হাতের কর্মক্ষমতা। এ ঘটনার এক বছর পর ৭৬ বছর বয়সী সালমান রুশদির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে মানসিকভাবে এখনো তাঁকে বেশ অস্থিরতা ও নিরাপত্তাহীনতার বোধের মধ্য দিয়ে যেতে হচ্ছে।
পুরো ঘটনাটির সঙ্গে আত্মগত বোঝাপড়ার উদ্দেশ্যে বর্তমানে ছুরিকাহত হওয়ার এ বিষয়েই একটি বই লিখছেন সালমান রুশদি। জীবনকে এগিয়ে নেওয়ার পথে যে ঘটনা তাঁকে সবচেয়ে বেশি পীড়িত করছে, সেটি নিয়ে লেখার মাধ্যমে নিজের সঙ্গে নিজের একধরনের বোঝাপড়া সম্ভব হবে বলে মনে করছেন তিনি।
সূত্র: বিবিসি।
● গ্রন্থনা: নাফিস সাদিক