দেশে–বিদেশে

ছাপা বই প্রকাশ করবে টিকটকের মালিকাধীন প্রতিষ্ঠান

আগামী ফেব্রুয়ারিতে ছাপা বই প্রকাশ করা শুরু করবে টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স। চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ই-বুক প্রকাশ করেছে। তবে আগামী বছরের শুরুতে বইয়ের দোকানগুলোয় ছাপা বইয়ের বিক্রি শুরু করবে তারা।

প্রাথমিকভাবে বুকটকে জনপ্রিয় হওয়া বইগুলো প্রকাশ করবে বাইটড্যান্স। বুকটক হলো টিকটক ব্যবহারীদের একটি প্ল্যাটফর্ম, যেখানে তারা বইবিষয়ক বিভিন্ন পরামর্শ তুলে ধরে। এর মধ্যে সমসাময়িক কথাসাহিত্য থেকে শুরু করে রোমান্স ও ফ্যান্টাসি ঘরানার বই আছে।

মার্কিন প্রকাশনা প্রতিষ্ঠান জান্ডোর সঙ্গে অংশীদারত্বে ছাপা বই প্রকাশ করবে বাইটড্যান্স। আগামী বছরের ৪ ফেব্রুয়ারি ছাপা অক্ষরে তারা প্রকাশ করবে ক্যাটলিন ক্রসের লেখা অন স্ক্রিন অ্যান্ড অব এগেইন। এরপর ১৮ মার্চ প্রকাশিত হবে সৈয়দ এম মাসুদের লেখা দ্য লাস্ট ম্যান ইন প্যারাডাইস। ১৫ এপ্রিল প্রকাশিত হবে সানিবেলের লেখা টু হ্যাভ অ্যান্ড হ্যাভ মোর।

বাইটড্যান্সের সম্পাদকীয় ও বিপণন বিভাগের প্রধান জ্যাকব ব্রনস্টেইন গত মাসে নিউইয়র্ক টাইমসকে এসব তথ্য জানান।

সূত্র: দ্য গার্ডিয়ান

গ্রন্থনা: রবিউল কমল