কবিতা পড়তে সাজ্জাদ শরিফের জাপান–যাত্রা

সাজ্জাদ শরিফ
 ছবি: প্রথম আলো

কবিতা পড়তে জাপান যাচ্ছেন বাংলাদেশের কবি সাজ্জাদ শরিফ। ১৮ সেপ্টেম্বর তিনি জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।

জাপান পোয়েটস সোসাইটি ও টোকিও বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে দুটি অনুষ্ঠানে যোগ দিতে তাঁর এই জাপান–যাত্রা। এর মধ্যে ২১ সেপ্টেম্বর প্রথম অনুষ্ঠানে আবেগ কীভাবে কবিতা হয়ে ওঠে, সে বিষয়ে তিনি বক্তৃতা দেবেন। আর দ্বিতীয় অনুষ্ঠানটি হবে ২৩ সেপ্টেম্বর। এখানে নিজের কবিতা পড়ার পাশাপাশি বাংলা কবিতার ছন্দ নিয়ে কথা বলবেন সাজ্জাদ শরিফ। তিনি বলেন, ‘এই দুই অনুষ্ঠানে আমার সঙ্গে পশ্চিমবঙ্গের কবি শ্রীজাতরও সরাসরি যোগ দেওয়ার কথা ছিল। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি অনলাইনে যোগ দেবেন।’

২৮ সেপ্টেম্বর সাজ্জাদ শরিফ জাপান থেকে দেশে ফিরবেন বলে জানা গেছে।

● গ্রন্থনা: অন্য আলো প্রতিবেদক