দেশে–বিদেশে

আবার লেখালেখিতে ফিরেছেন আকবর আলি খান

আকবর আলি খান
ছবি: অন্য আলো

করোনা থেকে সুস্থ হওয়ার পর এখন আবার লেখালেখিতে ফিরেছেন আকবর আলি খান। আসন্ন বইমেলায় প্রথমা প্রকাশন থেকে বাংলাদেশের বাজেট: অর্থনীতি ও রাজনীতি নামে একটি বই বের হওয়ার পাশাপাশি তাঁর আত্মজীবনী লেখার কাজও দ্রুত এগিয়ে চলছে। ‘অন্য আলো’র সঙ্গে আলাপকালে এসব তথ্য নিজেই জানিয়েছেন তিনি।

আগেই বাংলাদেশের বাজেট: অর্থনীতি ও রাজনীতি এবং আত্মজীবনী লেখার কাজে হাত দিয়েছিলেন আকবর আলি খান। তবে গত বছরের মে মাসে করোনায় আক্রান্ত হলে তাঁর কাজের গতি অনেকটা থেমে যায়। এখন অবার নতুন উদ্যমে লেখালেখি শুরু করেছেন।

তিনি বলেন, ‘করোনা সেরে গেলেও লেখালেখিতে ফিরতে আমার একটু সময় লেগেছে। আর লেখালেখির ক্ষেত্রে যেহেতু আমার একজন সাহায্যকারী লাগে, তাই করোনার প্রকোপের সময় ওই সাহায্যকারীও আমার বাসায় আসতে পারেননি। পরে পরিস্থিতি একটু ভালো হলে আবার লেখালেখিতে ফিরেছি।’

২৫ ফেব্রুয়ারি করোনার টিকা নেবেন আকবর আলি খান। তিনি জানান, ‘আগামী ছয় মাসের ভেতর পুরানো সেই দিনের কথা নামে আত্মজীবনীর প্রথম খণ্ডটি বই হয়ে বেরোবে। এটিও বের করবে প্রথমা প্রকাশন।’