ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কারের জন্য পাণ্ডুলিপি আহ্বান

বহুমাত্রিক লেখক প্রয়াত শান্তনু কায়সারের স্মৃতি ধরে রাখতে প্রকাশনা সংস্থা ঐতিহ্য এবং শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চা কেন্দ্র, সাজনমেঘ-এর যৌথ উদ্যোগে প্রবর্তিত হতে যাচ্ছে ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার’। এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন ৩০ বছর বয়সী বাংলাদেশি কবি-লেখকেরা।

শান্তনু কায়সারের সাহিত্যচর্চার পাঁচটি ক্ষেত্র—কবিতা, কথাসাহিত্য (গল্প/উপন্যাস), প্রবন্ধ—গবেষণা, নাটক এবং অনুবাদ বিষয়ে উদ্ভাবনাময়, মৌলিক এবং প্রতিশ্রুতিমান বাংলা ভাষায় রচিত পাণ্ডুলিপির জন্য দেওয়া হবে এ পুরস্কার।

প্রতিবছর পাঁচটি বিষয়ে জমা করা পাণ্ডুলিপির মধ্যে পুরস্কারের জন্য গঠিত বিচারকেরা বাছাই করা সেরা তিনটি পাণ্ডুলিপির (পাঁচটি ক্ষেত্রের যেকোনো তিনটি সেরা পাণ্ডুলিপি) লেখককে প্রতিটির জন্য দেওয়া হবে ৫০ হাজার টাকা। আর সেরা তিন পাণ্ডুলিপিই পরের বছর একুশে বইমেলায় ঐতিহ্য থেকে বই আকারে প্রকাশিত হবে।

পাণ্ডুলিপি পাঠানোর শেষ তারিখ ১৫ নভেম্বর। info.oitijjhya@gmail.com—এই ই–মেইলে পাঠাতে হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রন্থনা: রবিউল কমল