বইয়ের  দুনিয়া

দেশ–বিদেশের বহু বিখ্যাত ও স্বল্পখ্যাত মানুষের সঙ্গে ড. আনিসুজ্জামানের পরিচয় ও যোগাযোগ ছিল। চিঠিপত্রের মধ্য দিয়ে নিয়মিত তাঁদের সঙ্গে ভাবের ও মতের আদান–প্রদান হতো তাঁর। এই বইতে প্রফেসর আনিসুজ্জামানের কাছে লেখা সে রকম বেশ কিছু চিঠি সংকলিত হয়েছে। চিঠিগুলোর ব্যাপ্তিকাল ১৯৫১ থেকে ২০১৭ সাল। এই সুদীর্ঘ সময়ের ঐতিহাসিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতার টুকরোচিত্র ধারণ করে আছে চিঠিগুলো। চিঠিগুলোর মাধ্যমে যেমন পত্রলেখকদের সম্পর্কে অজানা অনেক তথ্য জানা যাবে, তেমনি পাওয়া যাবে ভিন্ন এক আনিসুজ্জামানকে।

প্রিয় আনিসুজ্জামান

সম্পাদক: মতিউর রহমান

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: অক্টোবর ২০২২

দাম: ৬২০ টাকা।

সোহরাব হাসানের কবিতায় পাওয়া যায় আবহমান বাংলার গীতিমাধুর্য। তাঁর কবিতায় দ্রোহ যেমন আছে, তেমনি আছে প্রেম ও বিচ্ছেদের যাতনা, রয়েছে স্বপ্নভঙ্গের বেদনার হাহাকারও। তাঁর কবিতা ব্যক্তিক অনুভবকে ছাড়িয়ে দেশ, জাতি, ধর্মভেদের ঊর্ধ্বে সম্প্রসারিত হয় মানবিকতার বৃহত্তর প্রেক্ষাপটে। গত চার দশকে নানা রকম কবিতা লিখেছেন এই কবি। নির্বাচিত কবিতা শিরোনামের বইটি তাঁর বাছাই কবিতার সংকলন।

নির্বাচিত কবিতা

সোহরাব হাসান

প্রকাশক: নবযুগ প্রকাশনী, ঢাকা

প্রকাশকাল: মার্চ ২০২২

দাম: ৩৮০ টাকা।