২০২৪ সালের বুকার পুরস্কারের দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে। গত ৩০ জুলাই এ তালিকা প্রকাশ করা হয়।
বিচারক কমিটির প্রধান এডমন্ড ডে ওয়াল ১৩টি উপন্যাসের তালিকাকে ‘বৈশ্বিক কণ্ঠ, জোরালো কণ্ঠস্বর ও নতুন কণ্ঠস্বরদের একটি সমষ্টি’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর ভাষ্যে, এগুলো কোনো ‘ইস্যু–সম্পর্কিত’ বই নয়। এখানে মানুষের কল্পনা ও বাস্তবতার সাদৃশ্য আছে।
তালিকায় থাকা বইগুলো হলো হিশাম মাতার লেখা মাই ফ্রেন্ডস, সারাহ পেরির এনলাইটেনমেন্ট, সামান্থা হার্ভের অরবিটাল, রিচার্ড পাওয়ারের প্লেগ্রাউন্ড, টমি অরেঞ্জের ওয়ান্ডারিং স্টারস, ক্লেয়ার মেসুদের দিস স্ট্রেঞ্জ ইভেন্টফুল হিস্ট্রি, র্যাচেল কুশনারের ক্রিয়েশন লেক, পার্সিভাল এভারেটের জেমস, রিটা বুলউইংকেলের হেডশট, শার্লট উডের স্টোন ইয়ার্ড ডিভোশনাল, ইয়েল ভ্যান ডের উডেনের দ্য সেফকিপ, এন মাইকেলসের হেল্ড ও কলিন ব্যারেটের লেখা ওয়াইল্ড হাউসেস।
২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইংরেজিতে লেখা ১৫৬টি বইয়ের মধ্য থেকে এই দীর্ঘ তালিকা নির্বাচন করা হয়। এর মধ্য থেকে ছয়জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ১৬ সেপ্টেম্বর। আর চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১২ নভেম্বর।
সংক্ষিপ্ত তালিকাভুক্তদের আড়াই হাজার পাউন্ড এবং বিজয়ীকে ৫০ হাজার পাউন্ড পুরস্কার দেওয়া হবে। বুকার পুরস্কারের ওয়েবসাইটে গিয়ে দীর্ঘ তালিকা এবং লেখকদের পাশাপাশি পুরস্কার ও বিচারকদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।
সূত্র: লিটারেরি হাব
গ্রন্থনা: রবিউল কমল