‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার’ ২০২০ ও ২০২১ ঘোষিত হয়েছে। দুধ গল্পগ্রন্থের জন্য ২০২০ সালের সেরা লেখক নির্বাচিত হয়েছেন মশিউল আলম। অন্যদিকে নজরুল সংগীত: বাণীর বৈভব শিরোনামের প্রবন্ধগ্রন্থের জন্য আমিনুল ইসলাম ও উজানবাঁশি উপন্যাসের জন্য স্বকৃত নোমান ২০২১ সালের সেরা লেখক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত প্রত্যেক লেখককে পুরস্কারের অর্থমূল্য পাঁচ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র একটি অনুষ্ঠানের মাধ্যমে শিগগিরই আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ২০১১ সাল থেকে নিয়মিতভাবে এই সাহিত্য পুরস্কার প্রদান করে আসছে আইএফআইসি ব্যাংক।
গ্রন্থনা: নাফিস সাদিক