মেরি শেলির ক্ল্যাসিক উপন্যাস ফ্রাঙ্কেনস্টাইন-এর প্রথম সংস্করণের একটি দুর্লভ কপি নিলামে ৮ লাখ ৪৩ হাজার ৭৫০ ডলার বিক্রি হয়েছে। ১৮১৮ সালে প্রকাশিত বইটির নাম ফ্রাঙ্কেনস্টাইন অব দ্য মডার্ন প্রমিথিউস।
গত ২৭ জুন টেক্সাসের ডালাসে এই নিলামের আয়োজন করে হেরিটেজ অকশন। ফ্রাঙ্কেনস্টাইন-এর নিলাম শুরু হয় তিন লাখ ডলারে। পরে ধীরে ধীরে এর দাম বাড়তে থাকে।
সংগ্রাহক উইলিয়াম স্ট্রুটজ ১৯৭৫ সালে দুর্লভ এই বই কিনেছিলেন। তিনিই একমাত্র ব্যক্তি, যাঁর কাছে বইয়ের প্রথম সংস্করণের ছাপা কপি ছিল। এ বছরের শুরুতে মারা যান উইলিয়াম স্ট্রুটজ।
নিলামকারী প্রতিষ্ঠান প্রয়াত সংগ্রাহকের গ্রন্থাগারকে ‘কয়েক দশক ধরে বাজারে আসা ইংরেজি ও আমেরিকান সাহিত্যের গুরুত্বপূর্ণ সংগ্রহশালা’ হিসেবে অভিহিত করেছে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট