টিনটিনের বয়স হলো ৯৫

বেলজিয়ামের কার্টুনিস্ট হার্জের সৃষ্ট জনপ্রিয় কমিক চরিত্র টিনটিন ১০ জানুয়ারি ৯৫ বছরে পা দিয়েছে। এত বছরেও পুরোনো হয়নি টিনটিনের প্রিয় কুকুর স্নোয়ি, ক্যাপ্টেন হ্যাডক, গোয়েন্দা জনসন-রনসন ও প্রফেসর ক্যালকুলাস।

১৯২৯ সালের ১০ জানুয়ারি বেলজিয়ামের একটি সংবাদপত্রে প্রথম টিনটিন প্রকাশিত হয়। আর টিনটিন সিরিজের প্রথম বইয়ের নাম টিনটিন ইন দ্য ল্যান্ড অব দ্য সোভিয়েত।

টিনটিন একজন সাংবাদিক। কাজ করে ল্য প্যতি ভাঁতিয়েম নামের একটি পত্রিকায়। সেই পত্রিকার পক্ষ থেকে তাকে পাঠানো হয় সোভিয়েতের রাশিয়ায়। এ রকমই একটি গল্প।

কাল্পনিক এই গল্প আর টিনটিন চরিত্রটি দীর্ঘ ৯৪ বছর ধরে বিশ্বজুড়ে লাখ লাখ পাঠককে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। বিশ্বজুড়ে তাই প্রতিবছরের ১০ জানুয়ারি সাড়ম্বরে উদ্​যাপিত হয় টিনটিনের জন্মদিন।

সূত্র: ইন্ডিয়া টুডে

গ্রন্থনা: মারুফ ইসলাম