স্যালি রুনি
স্যালি রুনি

সেপ্টেম্বরে আসছে স্যালি রুনির নতুন বই

জনপ্রিয় আইরিশ লেখক স্যালি রুনি নতুন উপন্যাস প্রকাশের ঘোষণা দিয়েছেন। আগামী ২৪ সেপ্টেম্বর বইটি প্রকাশিত হবে মার্কিন প্রকাশনা প্রতিষ্ঠান ফেরার, স্ট্রাউস অ্যান্ড জিরক্স থেকে।

স্যালি রুনির এবারের উপন্যাসের নাম ইন্টারমেজো উপন্যাসটিতে স্থান পেয়েছে দুই ভাই ও তাদের পারিবারিক গল্প। আছে দুঃখ, ভালোবাসা, প্রেম, আবেগ, ঘৃণা, দ্রোহ আর রাজনীতি। নতুন প্রজন্মের সম্পর্কের জটিলতা নিয়ে উপন্যাস লিখতে পছন্দ করেন রুনি। তাঁর আসন্ন উপন্যাসেও এ বিষয়টির ছাপ থাকবে বলে জানা গেছে।

৩৩ বছর বয়সী রুনির আগের তিনটি উপন্যাসই আন্তর্জাতিকভাবে বেস্টসেলার হয়েছে। ইতিমধ্যে তাঁর উপন্যাসগুলো বিশ্বের ৪০টির বেশি ভাষায় অনূদিত হয়েছে।

সূত্র: লিটারারি হাব

গ্রন্থনা: মারুফ ইসলাম