ছড়া

মারো কিক

মারো কিক

কবির বকুল

ঘড়ি চলে টিক টিক টিক

রেল চলে ঝিক ঝিক ঝিক

টিকটিকি বলে ঠিক ঠিক ঠিক

হৃৎপিণ্ড করে ধিক ধিক ধিক

ফোকলা দাঁতে খুকু হাসে ফিক ফিক

রোদ্দুরে বালুকণা করে চিক চিক

মজা পেলে খোকা হাসে খিক খিক খিক

নিশ্চিত গোল হবে, বলে মারো কিক!

দুই পোকা

আবু হাসান

টেবিলবাতির

আলোর মাঝে

হঠাৎ উড়ছে দুই পোকা

অবাক হয়ে তাকিয়ে বলি

তোমরা কি ভাই উইপোকা?

একটা পোকা

নাকের ডগায়

বসেই বলল—তুই পোকা!

ফুড়ুৎ করে উড়ে গেল

নেচেগেয়ে দুই পোকা!

পুশি ক্যাট

রাজীব কিষাণ

পুশি ক্যাট পুশি ক্যাট

মিউ মিউ করে

সারা বাড়ি ঘুরে ঘুরে

তেলাপোকা ধরে।

পুশি ক্যাট পুশি ক্যাট

ইঁদুরকে খোঁজে

খপ করে ধরে খাবে

দুপুরের ভোজে।

পুশি ক্যাট পুশি ক্যাট

ওত পেতে রয়

শিকারটা ধরে সে যে

ঘোরে বাড়িময়।