ভাষার মাস ফেব্রুয়ারিতে বাংলায় লিখে ফেলো জমজমাট একটা গল্প। তৃতীয় থেকে দশম শ্রেণিতে পড়ুয়াদের জন্য ‘গোল্লাছুট’ আয়োজন করেছে গল্প লেখার প্রতিযোগিতা ‘এসো গল্প লিখি’
দুটি বিভাগে হবে প্রতিযোগিতা
ক বিভাগ: তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণি
খ বিভাগ: সপ্তম থেকে দশম শ্রেণি
দুটি বিভাগে বিজয়ীরা পাবে
প্রথম পুরস্কার: ৫ হাজার টাকার বই
দ্বিতীয় পুরস্কার: ৩ হাজার টাকার বই
তৃতীয় পুরস্কার: ২ হাজার টাকার বই
সেরা গল্পগুলো ছাপা হবে গোল্লাছুটে
গল্প লিখতে হবে বাংলা ভাষায় এবং ৬০০ শব্দের মধ্যে
লেখা যাবে যেকোনো বিষয়ে, যেকোনো ধারায়—বিজ্ঞান কল্পগল্প, ভৌতিক, গোয়েন্দাগল্প, হাসির গল্প, ফ্যান্টাসি ইত্যাদি
গল্পের সঙ্গে পাঠাতে হবে—
১. নিজের নাম
২. বিভাগ
৩. শিক্ষাপ্রতিষ্ঠানের নাম
৪. ঠিকানা
৫. শ্রেণি
৬. অভিভাবকের নাম
৭. বাসার ঠিকানা এবং
৮. মোবাইল ফোন নম্বর
ই–মেইলে পাঠালে গল্প এবং সব তথ্য ই–মেইলের বডিতে পেস্ট করতে হবে
গল্পের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্রের ফটোকপিও পাঠিয়ো
দেশি–বিদেশি কোনো লেখকের গল্প ‘কপি’ করা যাবে না
গল্প আমাদের হাতে পৌঁছাতে হবে ২৮ ফেব্রুয়ারি ২০২২-এর মধ্যে
এসো গল্প লিখি ২০২২
গোল্লাছুট, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন
২০–২১ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫
ই–মেইল: eshogolpolikhi@prothomalo.com