ফিলিপ ডিলের সিলিং ফ্যান

ফিলিপ ডিল
ফিলিপ ডিল

বর্ষা চলে গেছে। ভাদ্র মাসের তালপাকা গরম শুরু হয়ে যাবে অচিরেই। এ সময় মাথার ওপর ফ্যান ঘুরবে রাতদিন। এই সিলিং ফ্যান উদ্ভাবন করেছিলেন জার্মান-আমেরিকান উদ্ভাবক ফিলিপ ডিল। ফ্যান ছাড়াও ইলেকট্রিক মোটর, ইলেকট্রিক বাতি ও সেলাই মেশিনের মতো চমৎকার সব জিনিসেরও উদ্ভাবক তিনি।

১৮৮২ সালে মার্কিন উদ্ভাবক স্কাইলার হুইলারের উদ্ভাবিত ফ্যানে বাড়তি সুবিধা যোগ করেন ফিলিপ ডিল। স্কাইলারের ফ্যানে দুটি পাখা ছিল। একই বছর ইলেকট্রিক মোটরের সঙ্গে চার পাখাওয়ালা সিলিং ফ্যান উদ্ভাবন করেন ফিলিপ।

আরেকটি বিষয়, সিলিং ফ্যানের শুরু কিন্তু ভারতে। ৫০০ খ্রিষ্টপূর্বে ভারতে ঘরের ছাদে তালপাতা লাগিয়ে ফ্যানের ব্যবস্থা করা হতো।

গ্রন্থনা: এইচ এম জাকারিয়া, সূত্র: অ্যাটমবার্গ ডটকম