মজার জানা

ঘুমকে ডেকে আনার এত প্রয়োজন কেন?

আচ্ছা বলো তো, ঘুমকে ডেকে আনার এত প্রয়োজন কেন? না ঘুমালেই–বা কী হতো? কার জন্য কতটুকু ঘুম দরকার? প্রাণিজগতে কে কতক্ষণ ঘুমায়?

আমাদের কেন ঘুমাতে হয়?

অলংকরণ: আরাফাত করিম

ঠিকঠাক ঘুম না হলে কি তোমার ভালো লাগে? আমার তো ঘুম না হলে মেজাজটাই খিটখিটে হয়ে যায়! কেবল মেজাজ নয়, শরীর ভালো রাখতেও ঘুমের বিকল্প নেই। ঘুম আমাদের দেহকে বিভিন্ন রোগ থেকে বাঁচায়, বড় হতে সাহায্য করে এবং সুস্থ রাখে। সারা দিন ছোটাছুটি করার জন্য ঘুম আমাদের দেয় প্রয়োজনীয় শক্তি। অর্থাৎ ঘুমের চেয়ে ভালো বিশ্রাম আর হয় না।

কতটুকু ঘুম আমাদের প্রয়োজন?