বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গ্রামীণফোন ও প্রথম আলো যৌথভাবে আয়োজন করেছিল ছোটদের ছবি আঁকা প্রতিযোগিতা ‘আগামীর চোখে বাংলাদেশ’। শত শত খুদে আঁকিয়ে পাঠিয়েছিল ছবি। বিচারক হিসেবে ছিলেন চিত্রশিল্পী আবুল বারক্ আল্ভী, লেখক–কার্টুনিস্ট আহসান হাবীব ও কার্টুনিস্ট মেহেদী হক। ৩০ ডিসেম্বর প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। পুরস্কার হিসেবে সবাই পাবে বই। চলো দেখে নেওয়া যাক বিজয়ীদের আঁকাগুলো...