প্রতিযোগিতার খবর

আগামীর চোখে বাংলাদেশ

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গ্রামীণফোন ও প্রথম আলো যৌথভাবে আয়োজন করেছিল ছোটদের ছবি আঁকা প্রতিযোগিতা ‘আগামীর চোখে বাংলাদেশ’। শত শত খুদে আঁকিয়ে পাঠিয়েছিল ছবি। বিচারক হিসেবে ছিলেন চিত্রশিল্পী আবুল বারক্‌ আল্‌ভী, লেখক–কার্টুনিস্ট আহসান হাবীব ও কার্টুনিস্ট মেহেদী হক। ৩০ ডিসেম্বর প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। পুরস্কার হিসেবে সবাই পাবে বই। চলো দেখে নেওয়া যাক বিজয়ীদের আঁকাগুলো...

ক বিভাগ (৩–৯ বছর)

প্রথম স্থান: অনুভা হালদার, দ্বিতীয় শ্রেণি, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রথম স্থান: অনুভা হালদার, দ্বিতীয় শ্রেণি, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
দ্বিতীয় স্থান: ঋষভ শীল, দ্বিতীয় শ্রেণি, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাব. কলেজ, ঢাকা
তৃতীয় স্থান: ফারনাজ তাসনিম, কেজি ওয়ান, নিউক্লিয়াস স্কুল, নারায়ণগঞ্জ

খ বিভাগ (১০–১২ বছর)

প্রথম স্থান: শুয়াইব মুস্তাওয়ান, ষষ্ঠ শ্রেণি, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
দ্বিতীয় স্থান: উজ্জয়িনী দাস, ষষ্ঠ শ্রেণি, আজিমপুর গভ. গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
তৃতীয় স্থান: জান্নাতুল ফেরদৌস, চতুর্থ শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা