বরিস জনসনের স্মৃতিকথা প্রথম সপ্তাহে বিক্রি হলো ৪০ হাজারের বেশি কপি

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের স্মৃতিকথা আনশিল্ড প্রকাশের প্রথম সপ্তাহে ৪২ হাজার ৫২৮ কপি বিক্রি হয়েছে। বইটি ১০ অক্টোবর প্রকাশিত হয় এবং গত সপ্তাহের সর্বাধিক বিক্রীত বইয়ের তালিকার শীর্ষে স্থান করে নেয়।

২০১৯ সালে প্রকাশিত ডেভিড ক্যামেরনের স্মৃতিকথা ফর দ্য রেকর্ডকে ছাড়িয়ে গেছে বরিস জনসনের এই স্মৃতিকথা। প্রকাশের প্রথম সপ্তাহে ফর দ্য রেকর্ড বিক্রি হয়েছিল ২০ হাজার ৭৯২ কপি। আর টনি ব্লেয়ারের স্মৃতিকথা আ জর্নি প্রথম সপ্তাহে ৯২ হাজার ৬০ কপি বিক্রি হয়েছিল।

জনসনের প্রকাশক হার্পার কলিন্সের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা এ সপ্তাহে বরিস জনসনের আনশিল্ডকে বিক্রি তালিকার শীর্ষে দেখে আনন্দিত।’

বইটিতে লন্ডনের মেয়র, পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের সময়কাল, করোনাকাল, ব্রেক্সিট, ২০১৯ সালের নির্বাচনসহ অন্যান্য বড় রাজনৈতিক ঘটনার কথা লিখেছেন সবিস্তার।

সূত্র: দ্য গার্ডিয়ান

গ্রন্থনা: রবিউল কমল