বিশ্বের ৫০টি দেশের পাঁচ শতাধিক প্রকাশকের সংগঠন পাবলিশার্স ফর প্যালেস্টাইন। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশে কাজ করে তারা। সংগঠনটি সম্প্রতি ফ্রাঙ্কফুর্ট বইমেলার আয়োজকদের কাছে একটি খোলাচিঠিতে জানিয়েছে, ‘ইসরায়েল গাজার লেখকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, আমরা এর নিন্দা জানাই।’
১৬ থেকে ২০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রাঙ্কফুর্ট বইমেলা বিশ্বের বৃহত্তম মেলা। এ বছর সেখানে দুই লাখের বেশি দর্শনার্থী যাবেন বলে ধারণা করা হচ্ছে।
গত ২৪ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাবলিশার্স ফর প্যালেস্টাইন তাদের কয়েকটি দাবির কথা তুলে ধরে। এর মধ্যে রয়েছে গাজায় ইসরায়েলের গণহত্যার নিন্দা জানানো ও ফিলিস্তিনি জনগণের মানবাধিকার নিশ্চিত করা, ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অংশগ্রহণসহ ইসরায়েলি বই প্রকাশকদের সহযোগিতা না করা।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ফিলিস্তিনি লেখক আদানিয়া শিবলির জন্য নির্ধারিত একটি পুরস্কার অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। তখন আয়োজকেরা ‘ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ সংহতি’ প্রকাশের ঘোষণা দিয়েছিল।
সূত্র: লিটারেরি হাব